আমাদের উদ্দেশ্য হলো গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করা। তবুও কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন ও রিফান্ড করা যাবে।
১. রিটার্নের শর্তাবলী
পণ্য ডেলিভারির পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নের অনুরোধ করতে হবে।
পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও আসল প্যাকেজিংয়ে থাকতে হবে।
খোলা, ব্যবহৃত বা ভাঙা পণ্য রিটার্নযোগ্য নয়।
মেডিকেল বা হাইজিন সম্পর্কিত কিছু পণ্য (যেমন: ব্রেস্ট পাম্প, হেলথকেয়ার অ্যাকসেসরিজ) ব্যবহার করা হলে রিটার্ন গ্রহণ করা হবে না।
২. রিটার্ন প্রক্রিয়া
কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে রিটার্নের অনুরোধ করতে হবে।
অনুমোদনের পর আমাদের নির্দিষ্ট কুরিয়ারের মাধ্যমে পণ্য ফেরত পাঠাতে হবে।
DotMedix টিম পণ্য যাচাই করার পর রিটার্ন গ্রহণ নিশ্চিত করবে।
৩. রিফান্ডের শর্তাবলী
পণ্য রিটার্ন অনুমোদিত হলে রিফান্ড প্রসেস করা হবে।
টাকা ফেরত পদ্ধতি:
Mobile Banking (bKash/Nagad/Rocket)
Bank Transfer
রিফান্ড সম্পন্ন হতে সর্বোচ্চ ৭ কার্যদিবস সময় লাগতে পারে।
৪. অর্ডার বাতিলকরণ (Cancellation)
গ্রাহক ডেলিভারি কনফার্ম হওয়ার আগে যেকোনো সময় অর্ডার বাতিল করতে পারবেন।
ডেলিভারির পথে থাকলে কাস্টমারকে ডেলিভারি চার্জ প্রদান করতে হতে পারে।
DotMedix যেকোনো কারণে অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৫. যোগাযোগ
রিটার্ন বা রিফান্ড সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:
📧 ইমেইল: dotmedix@gmail.com
📞 ফোন: 01303139321